শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নবী মোহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার কটুক্তির প্রতিবাদে নিঊইয়র্কে র‌্যালি

বিশেষ সংবাদদাতা   |   শনিবার, ১৮ জুন ২০২২ | প্রিন্ট  

নবী মোহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার কটুক্তির প্রতিবাদে নিঊইয়র্কে  র‌্যালি

ভারতের বিজেপি সরকারের বরদাস্তকৃত নেতা নূপুর শর্মার নবী মোহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে নিউইয়র্কে মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের ঈদগাহ ভেন্যু ডাইভার্সিটি প্লাজায় শুক্রবার ১৭ জুন বাদ জুমআ অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ।

স্থানীয় মোহাম্মদী সেন্টার ও আল নূর সেন্টারসহ আশপাশের ডজনখানেক মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও মুসল্লিরা নিজ নিজ ঈমানী দায়িত্ব আদায়ে এই প্রতিবাদ সভায় জড়ো হয়। স্থানীয় ইমাম, প্রতিনিধি ও নেতৃবৃন্দ কড়া ভাষায় তাদের বক্তব্য পেশ করেন।

সভার শেষ বক্তা মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম মোদী ও নূপুর শর্মাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আপনাদের ধর্মীয় অনুশাসনে মৃত ব্যক্তিকে জ্বালিয়ে বিলীন করে দেন, গো-মূত্র পান করেন, শিবলিঙ্গের পূজো করেন, কই আমরা তো কিছুই বলি না। তো আমাদের পয়গম্বরের দোষ খুঁজার অপচেষ্টা কেন করেন?’

ইমাম কাজী কায়্যূম বলেন, ‘৬৬৫ বছর ধরে মুসলমানেরা ভারত শাসন করেছেন। সে সময় তো বল শ্রীরামের মত একজন হিন্দুকেও জোর করে কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লা’হ বলিয়ে মুসলমান করেছেন কিংবা কোনো মন্দির দখল করেছেন বলে কোনো প্রমাণ নেই। আপনারা ভারতের অসহায় মুসলমানদের কোণঠাসা করতে করতে এবার আমাদের নবীর দোষ খোঁজা শুরু করেছেন?’ ইমাম কাজী কায়্যূম যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নসহ বিশ্ব সংস্থাগুলোর নিকট শিগগিরই ব্লাসফ্যামী আইন প্রণয়ন করে তা বাস্তবায়নের অনুরোধ জানান। বক্তৃতা শেষে সমাবেশটি জ্যাকসন হাইটসের ৭৩ ও ৭৪ স্ট্রিট প্রদক্ষিণ করে ফের ডাইভার্সিটি প্লাজায় এসে মোনাজাতের মাধ্যমে ইতি টানে। Rally in NY

 

মোনাজাত করেন কুইন্সের বিশিষ্ট সুন্নী আলেম আল্লামা শাইখ আইনুল হুদা। প্রকাশ থাকে যে, ‘মোহাম্মদ’ নামের বহুল প্রচার ও চর্চার লক্ষ্যেই ২০০৫ সনে জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টার স্থাপিত হয়। ২০১১ সালে মোহাম্মদী সেন্টার জ্যাকসন হাইটসে ঈদে মীলাদুন্নবীর মাহফিল, সেমিনার ও শোভাযাত্রা শুরু করে এবং ২০১২ সনের ঈদে মীলাদুন্নবী অনুষ্ঠান থেকে আমেরিকায় ঈদে মীলাদুন্নবীর দিনে (এপ্রিলের শেষ সোমবার, মোতাবেক ৫৭০ খৃষ্টাব্দের ১২ রবীউল আউয়ালের দিন ) ফেডারেল ছুটি মঞ্জুরের জন্য ক্যাম্পেইন শুরু করে, যা এখনোও প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুন ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার