নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট

বিনা ফি-তে ব্যাচেলর ডিগ্রির অপূর্ব সুযোগের কথা জানালেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ। এ সুবিধা পাবেন যুক্তরাষ্ট্রে বসবাসরত গ্রীণকার্ডধারী অথবা সিটিজেনরা। একইসাথে পাবেন আবু বকর হানিপের মালিকানাধীন পিপুলএন টেকের শিক্ষার্থীরাও। অর্থাৎ উচ্চ শিক্ষার প্রচন্ড আগ্রহ থাকলে আর্থিক সমস্যা কোন বাধাই হয়ে দাঁড়াবে না। এ প্রসঙ্গে চ্যান্সেলর আবুবকর হানিপ লং আইল্যান্ড সিটিতে তার পিপুলএনটেক ক্যাম্পাসে শিক্ষার্থীদের আরো জানালেন, চার বছরের ব্যাচেলর কোর্স ফি হচ্ছে ৫৮ হাজার ডলার।
এর অর্ধেক তিনি দিচ্ছেন স্কলারশিপ, যারা অনলাইনে ক্লাস নিচ্ছেন এবং বাকী অর্ধেক শিক্ষার্থীরা পাবেন ফেডারেল/স্টেট থেকে শিক্ষা-সহায়তার প্রকল্প থেকে। এছাড়া গ্লোবাল ক্যাম্পাসে যারা ভিনদেশ থেকে অনলাইনে ক্লাস করছেন তাদেরকে মোট খরচের ৩০% দিতে হচ্ছে। মাস্টার্স কোর্সেও রয়েছে প্রায় একই ধরনের সুযোগ-সুবিধা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির ওয়েবসাইট (https://www.wust.edu/scholarships-assistance) ভ্রমণের পরামর্শ দেয়া হয়েছে।

Posted ১:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩
nypratidin.com | Nabil Nizam







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

