শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিকাগোতে দুই সন্তানসহ বাবা-মাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট  

শিকাগোতে দুই সন্তানসহ বাবা-মাকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই পরিবারের মা-বাবা, দুই সন্তান এবং তাদের পোষা তিনটি কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে। শিকাগোর শহরতলীতে অবস্থিত একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রোমিওভিলে পুলিশ রুটিন মাফিক পর্যবেক্ষণের জন্য ওই বাড়িতে প্রবেশের পর মৃতদেহগুলো দেখতে পান। নিহত ওই দম্পতির পরিচয় জানা গেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতরা হলেন, আলবার্তো রোলন, জোরাইদা বার্তোলোমি এবং তাদের ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তান অ্যাড্রিয়েল এবং ডিয়েগো। এছাড়া ঘটনাস্থল থেকে তাদের তিনটি কুকুরের মরদেহও উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত বা রবিবারের ভোরের দিকে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তারা এটা বিশ্বাস করেন না যে, ওই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন। বরং তারা এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত করছেন বলে এনবিসি শিকাগোর এক প্রতিবেদনে জানানো হয়।

এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ বলছে, তারা মনে করেন না যে, এতে আশেপাশের লোকজনের জন্য কোনো ধরনের ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বন্দুক হামলা বেড়ে গেছে। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে নৃশংস বন্দুক হামলা বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। যা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। যা আগের বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি।

এর আগে গত জুলাই মাসে দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরও চারজন। এছাড়া গত জুনে দেশটির একটি মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে দুজন নিহত এবং আরও তিনজন আহত হয়। ওই ঘটনায় হামলাকারী নিজেও আহত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৯ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার