মঙ্গলবার ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ দেশের সমন্বয়ে যুক্তরাষ্ট্রে বৈশাখী উৎসব ২০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট  

৬ দেশের সমন্বয়ে যুক্তরাষ্ট্রে বৈশাখী উৎসব ২০ এপ্রিল

সাউথ এশিয়ান বৈশাখী সেলিব্রেশন।

যুক্তরাষ্ট্রে এই প্রথম বাঙালির বৈশাখী উৎসব দক্ষিণ এশিয়ার ৬ দেশ কর্তৃক ঐক্যবদ্ধভাবে উদযাপনের কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল এবং ভুটানের প্রবাসীরা ‘সাউথ এশিয়ান বৈশাখী সেলিব্রেশন’ শিরোনামে এই কর্মসূচি পালন করবে ২০ এপ্রিল শনিবার বিকেল থেকে মধ্যরাত অবধি ম্যারিল্যান্ডের গেইথারসবার্গ সিটিতে ৫০৬ সাউথ ফ্রেডারিক এভিনিউতে অবস্থিত বহরের পার্ক রিক্রিয়েশন সেন্টারে। হোস্ট করবে ‘বাংলাদেশি আমেরিকান কাউন্সিল ইনক’। এই সংগঠনের পক্ষে ডেমক্র্যাটিক পার্টির লিডার আনিস আহমেদ ২২ ফেব্রুয়ারি এ সংবাদদাতাকে জানান, বৈশাখ শুধু বাঙালির উৎসব নয়, এটি দক্ষিণ এশিয়ার ৬ দেশের মানুষের প্রাণের উৎসব। সেটিই বহুজাতিক এ সমাজে দৃশ্যমান করার অভিপ্রায় থেকে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনে আমরা সম্মিলিতভাবে এ উদ্যোগ নিয়েছি। আনিস জানান, কর্মসূচিতে প্রবাস প্রজন্মের ব্যাপক উপস্থিতির পরিকল্পনা রয়েছে। এর মধ্যদিয়ে মা-বাবার বর্ণাঢ্য ও ঐতিহ্যমন্ডিত সাংস্কৃতিক ধারার সাথে প্রজন্মকে পরিচিত করার প্রয়াস থাকবে। দক্ষিণ এশিয়ান খাদ্য-পোশাক এবং নাচ-গানের আয়োজনকেও সেভাবেই সাজানো হচ্ছে। থাকবে ফ্যাশন শো। বৈশাখী আমেজে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত রাখার লক্ষ্যে এটাই প্রথম উদ্যোগ বলে দাবি করেন আনিস আহমেদ।
এই উৎসবের গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন ইন্টারন্যাশনাল ফ্র্যাগনেন্স ইনকের কর্ণধার মিজানুর রহমান এবং রাহেলা স্যুইটি। স্পন্সরদের অন্যতম হচ্ছে ‘শিখ অব আমেরিকা’। দক্ষিণ এশিয়ার খাদ্য-পোশাক-রকমারি পণ্যের স্টল দিতে আগ্রহীদেরকে ২৪০-৪৯৮-৯৮২৯, ৪৪৩-৬৮৩-৪২৪৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার