মঙ্গলবার ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাফেলোতে বাংলাদেশি তরুণের খুনী এখনো গ্রেফতার হয়নি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট  

বাফেলোতে বাংলাদেশি তরুণের খুনী এখনো গ্রেফতার হয়নি

বাবা আতাউর রহমান লিটনের সাথে রওনক হাসান রিটন (ডানে)। ছবি-সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের বাফেলোতে প্রকাশ্যে গুলি করে বাংলাদেশি বংশোদ্ভুত রওনক হাসান রিটন (২০) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। ঘটনার ২ দিনেও সেই ঘাতক গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা।

নিহত তরুণের বাবা আতাউর রহমান লিটনসহ স্বজনরা মনে করছেন, এটি ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক হামলা। অপরদিকে বাফেলো সিটি সংলগ্ন চীকটোয়াগা পুলিশের প্রধান ক্যাপ্টেন জেফরী স্মীডট জানান, তদন্তের পরই নিশ্চিত করা যাবে হত্যার মোটিভ। ক্যাপ্টেন জেফরী সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে তদন্তে এবং দুর্বৃত্তকে গ্রেফতারের ব্যাপারে সহযোগিতার আহবান রেখেছেন।

নিউইয়র্ক সিটি থেকে ৩৭৭ মাইল দূর নিউইয়র্ক স্টেটের বাফেলোতে বাংলাদেশিদের নতুন বসতি স্থল বাফেলোর সিডার রোডে শনিবার বিকেল ৫টায় কলেজগামী তরুণ রিটনকে হত্যার ঘটনাটি ঘটেছে অত্যন্ত ঠান্ডা মাথায়। গুলিবিদ্ধ করার পরই দুর্বৃত্তটি তার গাড়ি চালিয়ে ঐ স্থান ত্যাগ করেছে বলে জানায় রিটনের সাথে থাকা সহপাঠি হামেদ লতিফ।
রিটনের বাবা আতাউর রহমান লিটন গণমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ হয়ে রিটন মারা গেছে-এটা আমি বিশ্বাস করতে পারিনি। কারণ, রিটন খুবই শান্ত স্বভাবের মানুষ ছিল। কারো সাথে তার কোন বাজে সম্পর্ক থাকতে পারে না। আমি বুঝতে পারছি না কে এবং কেন তাকে গুলি করলো? আমি ন্যায় বিচার চাই।

রিটনের এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না প্রবাসীরা। শনিবার ও রবিবার তারা বিভিন্ন স্থানে মিলিত হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পুলিশী আচরণে। প্রবাসীরা অভিযোগ করছেন, রিটনকে গুলি করার পর দুর্বৃত্ত নিজেই পুলিশের জরুরী ফোন নম্বর-৯১১ এ ফোন করেছে এবং গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে। এতদসত্বেও কেন তাকে আটক করা সম্ভব হচ্ছে না?

জানা গেছে, বাফেলো একটি পরিত্যক্ত এলাকা ছিল। সেখানকার আফ্রিকান-আমেরিকানরা অন্যত্র পাড়ি জমিয়েছেন অসহনীয় শীত পড়ায়। জরাজীর্ন বাড়ি খুবই স্বল্প দামে ক্রয়ের পর তার সংস্কার করে নিউইয়র্ক থেকে ৩৫ হাজারের অধিক বাংলাদেশি সেখানে বসতি গড়েছেন। কয়েক মাস আগেও নিজের বাসায় কাজের সময় আরেকজন প্রবাসীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ অবস্থায় বাফেলোর প্রবাসীরা স্বস্তিতে নেই।

রিটনের নামাজে জানাযা সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাত ৩টা) বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠানের পরই দাফন করা হবে বলে স্বজনরা জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার