ফিলাডেলফিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২ | প্রিন্ট

পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ ও ট্রাই কাউন্টি কমিটির এক যৌথ সভা ১০ আগস্ট বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উদযাপনের ব্যাপারেও কথাবার্তা হয়।
পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবু তাহের এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশগ্রগণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ট্রাই কাঊন্টি আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়ের মুহাম্মদ মিয়া এবং সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়া, মিজানুর রহমান চৌধুরী, জাকির হোসেন ও নাহিদ রেজা জনি শিকদার, সাধারণ সম্পাদক আবু সাইদ খান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, সেলিম রেজাম ও মাজেদ রাজ্জাক বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী মনসুর খৈয়াম, আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান শিমুল, মাহাবুবুব বহমান, আবুল হসান মিলন, রুবেল শিকদার প্রমুখ।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় শোক দিবস এবং গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ১৫ আগস্ট আপার ডারবিস্থ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে।

Posted ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

