রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হারিকেন ইয়ানের কবলে হাজারো প্রবাসী, পানিতে ডুবে গেছে বাড়ি-গাড়ি-ব্যবসা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট  

হারিকেন ইয়ানের কবলে হাজারো প্রবাসী,  পানিতে ডুবে গেছে বাড়ি-গাড়ি-ব্যবসা

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের কবলে হাজার হাজার বাংলাদেশি এবং তাদের গাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। বিদ্যুৎহীন ২০ লাখ মানুষের মধ্যে প্রবাসীরাও রয়েছেন। ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান জানান, আমরা হারিকেনের কবলে না পড়লেও ফোর্ট মায়ার্স, সেন্ট পিটারসবার্গসহ বিস্তির্ণ অঞ্চলের প্রবাসীরা গত ১২ ঘন্টা যাবত হারিকেনের তান্ডবে নিদারুন কষ্টে রয়েছে। ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা এডভোকেট জহির এ সংবাদদাতাকে জানান, আমাদের সহকর্মী আশরাফের হোটেলের প্রথম তলা পানিতে সয়লাব। পার্কিং লটে ৫০/৬০টি গাড়ি পানিতে ভাসছে। এমন পরিস্থিতি আর কখনোই ঘটেনি। হারিকেনের তান্ডব চলেছে অনেকক্ষণ। এরফলে সকলেই ভয়ংকর একটি পরিস্থিতির মধ্যে ছিলেন ২৯ সেপ্টেম্বর বৃস্পতিবার সকাল পর্যন্ত।

আক্রান্ত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন আতিকুর রহমান। তিনি জানান, পানি সরে না যাওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে না। তবে স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী, বিদ্যুৎ-কর্মীরা প্রস্তুত রয়েছেন।

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস বড় ধরনের দুর্যোগ ঘোষণা অনুমোদনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার হারিকেন ইয়ান ফ্লোরিডা উপকূলের কাছে চলে আসার পর একটি নৌকা ডুবে ২০ কিউবান অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো দাপ্তরিক তথ্য পাওয়া যায়নি।

গভর্নর ডেসান্টিস জানিয়েছেন, ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকাগুলোতে অজ্ঞাতসংখ্যক লোক আটকা পড়েছে এবং তাদের সাহায্য প্রয়োজন। তাদের উঁচু এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পরও তারা এলাকা ছাড়েনি আর উদ্ধারকর্মীরাও তাৎক্ষণিকভাবে তাদের কাছে পৌঁছতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকাল ৩টা ৫ মিনিটে ইয়ান সাগর থেকে ফ্লোরিডার কায়ো কোস্টা উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসে। এর আগে মঙ্গলবার ঘূর্ণিঝড়টি কিউবায় তান্ডব চালায়। এতে কিউবার বেশিরভাগ অঞ্চল কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার